পাবজি-টিকটক বন্ধ সমাধান নয়, প্রয়োজন সচেতনতা: মোস্তাফা জব্বার

২৬ আগষ্ট, ২০২১ ১৯:২৮  
আদালতের আদেশ পাওয়ার পর পাবজি, ফ্রি ফায়ারের মত ‘বিপজ্জনক’ গেইমের লিংক বাংলাদেশের ইন্টারনেট থেকে বন্ধ করে দিতে ডিপার্টমেন্ট অব টেলিকমকে নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। ইতোমধ্যেই বন্ধ হয়েছে পাবজি ও ফ্রি ফায়ার গেইম। অন্য ‘ক্ষতিকর’ অ্যাপগুলোও বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এ ধরনের অ্যাপস বা গেমসগুলো বন্ধের পক্ষে নন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তার মতে, আদালতের যেকোন আদেশ মেনেই এ কাজ করা হচ্ছে। কিন্তু ব্যাপ্তির সীমায় ইন্টানেটে বন্ধ করাটা স্থায়ী সমাধান নয়। বন্ধ করলে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় মাত্র। তাই তরুণ প্রজম্মকে পাবজি, টিকটকের মতো কনটেন্টের ক্ষতির বিষয়গুলো বোঝানোর ওপর গুরুত্বারোপ করেছেন এই প্রযুক্তি বোদ্ধা। অনাহূত উদ্ভূত বিপদ সামাল দিতে অভিভাবকদের ও শিক্ষক সচেতনতার মাধ্যমে তা সন্তানদের মধ্যে মূল্যবোধ আকারে ধারণ করাকেই মোক্ষম উপায় বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এর আগে গত ১৬ অগাস্ট দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ এ ধরনের ‘বিপজ্জনক’ সব গেইম তিন মাসের জন্য বন্ধের নির্দেশ দেয় হাই কোর্ট। এরপরই চিঠি হাতে পেয়ে আদেশ পালনে কাজ শুরু করে বিটিআরসি।